পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যাবহার প্রতিরোধ এর লক্ষ্য নিয়ে বান্দরবান এর নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং ওয়ার্ড এলাকায় মসজিদ মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহযোগিতায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন ব্যবহার এর বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক,মো: ফখর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক মো.আব্দুস সালামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ (ক) অনুযায়ী নাইক্ষ্যংছড়ি ১ ও ২নং ওয়ার্ড এর আলম স্টোর এবং শাহজাহান স্টোর নামে দুটে প্রতিষ্ঠান কে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং ৮ কেজি পলিথিন জব্দ করা হয়।
জানা যায়,সরকার ২০০৩ সাল থেকে পরিবেশ বিপর্যয় রোধ করার লক্ষ্য নিয়ে পলিথিন ব্যাবহার ও বাজারজাত নিষিদ্ধ করে।অপচনশীল পলিথিন পরিবেশের উপর মারাত্মকভাবে বিরূপ প্রভাব ফেলে যার কারনে পরিবেশ এর ভারসাম্য হুমকির সম্মুখিন হয়ে পরেছে।পরিবেশ এর ভারসাম্য রক্ষায় এই ধরনের মোবাইল কোর্ট আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।