

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশ অভিযান পরিচালনা করে ২হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উখিয়া-টেকনাফ সড়কের টিভি টাওয়ার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এবং এসময় ২ হাজার পিস ইয়াবাসহ রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক হয়।পুলিশ আরো জানায়,ইয়াবা বিক্রির জন্য ইয়াবা বিক্রেতা উখিয়া টেকনাফ সড়কের টিভি টাওয়ার এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.সোহাগ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনার সময় সিএনজিতে তল্লাশি করে হাজার ২ হাজার পিস ইয়াবাসহ রহমত উল্লাহ্ নামের রোহিঙ্গা নাগরিক কে আটক করে পুলিশ পরে তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ মো.সোহাগ রানা জানান,২ হাজার পিস ইয়াবাসহ রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ,এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।