নাইক্ষ্যংছড়িতে ২কেজি গাজাসহ আটক -২


আকাশ মারমা মংসিং (নিজস্ব সংবাদদাতা) বান্দরবান প্রকাশের সময় :২৪ ডিসেম্বর, ২০২১ ৯:১০ : অপরাহ্ণ 364 Views

নাইক্ষ্যংছড়িতে অভিযানে ২ কেজি গাজাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি ১১।আটককৃত হলেন মো.রায়হান (২৮),পিতা মোঃ আমীন ও অপর একজন মো.আমীন,পিতা মৃতঃ আব্দুল খালেক।তারা একই থানায় চা বাগানে পাহাড়ি পাড়া ও কুলার পাড়া এলাকার বাসিন্দা।

২৪ ডিসেম্বঅর শুক্রবার দুপুরে ০১নং ওয়ার্ড আদর্শগ্রাম বিজিবি অস্থায়ী চেকপোস্টে একটি মাহেন্দ্র তল্লাশি করে গাজাসহ অর্থ নগদ ও তিন চাকা মাহেন্দ্র উদ্ধার করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হাবিলদার মো.মইনুল ইসলাম এর নেতৃত্বে তল্লাসি চালানো হয়।পরে তাদের কাছ থেকে ২ কেজি গাজা,২টি মোবাইল ও ১টি তিন চাকা নাম্বার-৪৭৯৪৪ মাহিন্দ্র উদ্ধার করা হয়।যার আনুমানিক সর্বমোট মূল্য ৫ লক্ষ ১৯ হাজার ৮শত টাকা।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!