

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে একজন নিহত হয়েছেন।নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে গেলে এ নিহতের ঘটনা ঘটে।নিহত আবু তালেম (৬০) কক্সবাজার জেলার পিএম খালী ৬নং ওয়ার্ড়ের গ্রামের মৃত পেঠান আলীর ছেলে।মঙ্গলবার ১১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জনস্বাস্থ্য অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক. এ জেড সেলিম তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর কাছ থেকে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে ঘটনার বিষয়টি সত্য বলে নিশ্চিত করেছেন।