

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী যুবলীগেরর উদ্যোগে আজ ২২ মার্চ বিকাল ৩টায় বাজার চত্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সহ সভাপতি,জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক,বিশিষ্ট সাংবাদিক একেএম জাহাঙ্গীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ হোসাইন,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক উমর ফারুক।প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা সাম্প্রতিক সময়ে সিতাকুন্ড একাকায় নিহত জঙ্গি চিহ্নিত হওয়ায় সামাজিক জনমত গড়ে তোলার উপর জোর দিয়ে বলেন,বহিরাগত মহেশখালী থেকে কিভাবে তারা এই এলাকায় বসবাস শুরু করেছে-ভবিষ্যতে কঠোর সামাজিক নজরদারি করতে হবে।এতে আরো বক্তব্য রাখেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটির সভাপতি অধ্যাপক শফিউল্লাহ,আবু তাহের কোং,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী,সদস্য সচিব ইমরান মেম্বার।উক্ত কর্মসুচি সফল করার লক্ষে বাইশারী, ঘুমধুম,সদর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশ উপজেলা যুবলীগ সম্পাদক মো. হোসন, সহ সভাপতি নাজমুল হাসান,যুগ্ন সম্পাদক ইব্রাহীম আজাদ,রফিক উল্লাহ,ফাহিম ইকবাল ফাইরু,আবু সামা, আলী হোসেন,আনসার উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।