

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।মঙ্গলবার (৫ জুন) বিকেল নাইক্ষ্যংছড়ি সদর সহ চিহ্নিত এলাকায় এই অভিযান চলে।জানা গেছে,মাদকের ব্যবহার শূন্যের কোটায় আনতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।শুরুতে নাইক্ষ্যংছড়ি সদর, বিছামারা, ব্যবসায়ী পাড়া,মসজিদ ঘোনা,চাকঢালা ও আশারতলী এলাকায় অভিযান চালানো হয়।
মাদক বিরোধী অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) জায়েদ নুর জানান,সরকারের মাদক বিরোধী অভিযান সফল করতে সরকারের সাথে তাল মিলিয়ে কাজ করছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।মাদক দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।সকল ধরনের মাদক দ্রব্যের ব্যবহার
শূন্যের কোটায় আনা হবে।এলাকা মাদক
মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে
বলে জানান তিনি।বিশেষ অভিযানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জায়েদ নুরের
নেতৃত্বে অভিযানে অংশগ্রহন করেন নাইক্ষ্যংছড়ি থানা সেকেন্ড অফিসার মোঃজাফর ইকবাল, এস,আই মোঃমোশারফ হোসাইন ভুইয়া,এ এস আই, আব্দুল্লাহ আল মামুন,এ এস আই মোঃজাহেদ, এ এস আই রাজিব সিং ও মহিলা পুলিশসহ অসংখ্য পুলিশ সদস্য।