নাইক্ষ্যংছড়ি তে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


  1. উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময় :১০ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৭ : অপরাহ্ণ 332 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি প্রসক্লাব মিলনায়তনে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, গর্জনিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো: ফরহাদ আলী।সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ, প্রেসক্লবের আহবায়ক আব্দুল হামিদ দৈনিক যায়যায়দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ইফসান খান ইমন দৈনিক ইনকিলাব,প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম দৈনিক, মানবজমিন,প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু দৈনিক ভোরের পাতা ,সদস্য হাফিজুল ইসলাম দৈনিক’সংবাদ, সদস্য আব্দুর রশিদ, দৈনিক মানবকন্ঠ , সদস্য মো: শাহীন দৈনিক কক্সবাজার ৭১, সদস্য মো: ইউনুছ দৈনিক ইনানী ,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, মাহামুদুল হক বাহাদুর, দৈনিক সংগ্রাম,সদস্য মো: তৈয়ব উল্লাহ দৈনিক পাহাড় কন্ঠ, রফিকুল ইসলাম রিজভী দৈনিক ৭১ কক্সবাজার,প্রমুখ।
সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের ২৩ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই পাঠক প্রিয়তা অর্জন করেছে যুগান্তর। ২৩ বছরের অগ্রযাত্রায় গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে। যুগান্তরের অগ্রযাত্রা আরও শানিত হোক প্রত্যাশা রেখে তিনি যুগান্তর পত্রিকার ভূয়সী প্রশংসা করেন।আলোচনা সভা শেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে নাইক্ষ্যংছড়ি থানা মসজিদের ইমাম মৌলানা আবুল বশর মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!