তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সরে যেতে মিয়ানমার সেনাবাহিনীর মাইকিং


প্রকাশের সময় :২০ মে, ২০১৮ ৫:২৮ : পূর্বাহ্ণ 727 Views

সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্র সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে আবারো মাইকিং শুরু করেছে মায়ানমারের সেনাবাহিনী।তুমব্রু খালের পাহাড়ি ঢল থেকে বাঁচতে রোহিঙ্গারা নো ম্যান্স ল্যান্ডে নতুন করে মাচান ঘর তৈরীর শুরু করার পর মায়ানমারের সেনাবাহিনী কাটাতারের বেড়ার কাছে মাইকিং করছে।

শনিবার সকাল থেকে সীমান্তের কাটা তারের বেড়া ঘেষে সেনা সদস্যদের পাহাড়ার মধ্যে কয়েক দফা মাইকিং করা হয়।মাইকিং এ অবস্থানরত রোহিঙ্গাদের সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বলছে মায়ানমারের সেনাবাহিনী। এদিকে হঠাৎ করে সেনা টহল ও মাইকিং নিয়ে জিরো লাইনে অবস্থারত রোহিঙ্গারা আতংকের মধ্যে রয়েছে।বর্তমানে প্রায় ৫ হাজার রোহিঙ্গা তুমব্র সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে।
কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান মায়ানমার সীমান্ত হতে মাইকিং করা হলেও বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

গত আগষ্টে মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত ব্যাপক সহিংসতায় ৭ লক্ষেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।এর মধ্যে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নেয় নাইক্ষ্যংছড়ির ঘুনধুম তুমব্রু সীমান্তে।কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিরে সরিয়ে নেয়া হলেও তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বসবাসকারী ৫ হাজারেও বেশি রোহিঙ্গাদের সরিয়ে নেয়া সম্ভব হয়নি।নো ম্যান্স ল্যান্ড স্পর্শকাতর এলাকা হওয়ায় বর্তমানে এসব রোহিঙ্গা মানবেতর জীবন যাপন করছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!