

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জর্জ মিত্র চাকমা যোগদান করেছেন ।বুধবার (২৬জানুয়ারি) নবাগত সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা নিজ কর্মস্থলে যোগদান করেন।এদিন সকালে দাপ্তরিক কর্মদিবসের শুরুতেই নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত এই সহকারী কমিশনার (ভূমি) কে ফুল দিয়ে স্বাগত জানান।যোগদান করেই নবাগত এই সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান,আজকে আমার কর্মদিবস এবং দায়িত্ব গ্রহণ করলাম।পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে উপজেলা ভূমি কার্যালয়ে দুর্নীতিমুক্ত,জবাবদিহিতামূলক স্বচ্ছ একটি পরিবেশ নিশ্চিত করা হবে।জনগণের সেবাগুলো যাতে সহজে সেবা প্রার্থীরা ভোগ করতে পারে সেবিষয়ে সজাগ দৃষ্টি থাকবে।প্রসঙ্গত,৩৬ ব্যাচের এই কর্মকর্তা গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন।এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।