বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম বলেছেন,জনগণের সহযোগিতা ছাড়া পুলিশ কোন কাজ করতে পারে না।জনগণের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত ও সন্ত্রাস জঙ্গিবাদ দমন করার জন্য সুশীল সমাজের ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে একনিষ্ঠ হয়ে পুলিশ কাজ করে।
জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে বান্দরবান জেলায় আমি কাজ করেছি।বান্দরবান কে মাদক মুক্ত এবং জনবান্ধব পুলিশিং কার্যকরের জন্য কখনও কাউকে সুযোগ দেইনি।শনিবার (৬ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানা কম্পাউন্ড চত্বরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সুশীল সমাজ ও জনপ্রতিনিধি সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এমনটাই বলেন পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ,বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানুওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,থানার অফিসার ইনচার্জ ওসি টানটু সহা,নাইক্ষ্যংছড়ি হাজী এম,এ.কালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি হাসপাতালে প্রধান ডা: এ জেড এম সেলিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো; ইমরান,বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া,সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: শাহাজান,থানা’র ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম।এদিন পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন এবং বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত বিষয়ে দিকনির্দেনা প্রদান করেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির সভাপতি মো:হোসেন, সাধারণ সম্পাদক,মো.ওসমান গনি,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মহিলা সদস্য রাশেদা বেগম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দীন খালেদ,আহবায়ক আবদুল হামিদ,সাবেক প্রেসক্লাবের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোইফসান খান, যুগ্ন আহবায়ক,আমিনুল ইসলাম,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য মোহাম্মদুল হক বাহাদুর,সদস্য জয়নাল আবেদ্দীন টুক্কু, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী,সদস্য আব্দুর রশিদ সদস্য মো:শাহীন,সদস্য মোহাম্মদ ইউনুছ ও সদস্য মো: তৈয়ব উল্লাহ প্রমূখ।