উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ মন্ত্রী বীর বাহাদুর


  1. ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২৩ ১:৫০ : পূর্বাহ্ণ 302 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক,বৌদ্ধ বিহার,সেচ ড্রেনসহ ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুরে ঘুমধুম ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে ফলক উম্মোচন করে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

পরে ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে।শুধুমাত্র সীমান্তবর্তী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১১৫কোটি,এলজিইডি ১৬০কোটি এবং জেলা পরিষদ ৪৬কোটি টাকাসহ মোট ৩শ ২১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,ক্যানু অং চাক,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার।

জেলা আওয়ামী লীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এর সভাপতিত্বে সমাবেশে আলহাজ্ব খায়রুল বাশার,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বক্তব্য রাখেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!