বান্দরবান ইসলামপুর যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২০ ৩:১৫ : পূর্বাহ্ণ 541 Views

বান্দরবান ইসলামপুর যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল”২০ অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (১৯ নভেম্বর) উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড.এ এস এম বোরহান উদ্দিন।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন একুশে টিভি,আর টিভি,মোহনা টিভি’র আলোচক ও জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী,বান্দরবান লালমোহন বাগান এলাকা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আলীম (রিজভী),মাহফিলে সভাপতিত্ব করেন বান্দরবান গোরস্থান জামে মসজিদের সম্মানীত খতিব মাওলানা সাকের আহমদ।মাহফিলে সঞ্চলনা করেন বান্দরবান ইসলামপুর জাম মসজিদের সম্মানীত খতিব মাওলানা নাছির উদ্দিন।

মাহফিলে অতিথি হিসেবে ছিলেন বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল কালাম।সাবেক কাউন্সিলর মোঃ জাকারিয়া,সাবেক কাউন্সিলর মো: ওসমান গনি। মাহফিল বাস্তবায়নে অর্পিত দায়ত্ব পালন করেন ইসলামপুর যুব সমাজের আহবায়ক মো.আলমগীর,যুগ্ন আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন,ইন্জিনিয়ার মো: পারভেজ প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন,পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান,এই মহাগ্রন্থ আল কোরআন অহির মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে মহান আল্লাহ আমার প্রিয় নবী নবীদের সরদান হযরত মুহাম্মদ মুস্তফা(সাঃ)উপর নাজিল করেছেন,তাই মহান আল্লাহ এই মানবজাতিকে সৃস্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করেছেন, এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ, ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস, বোমা বাজদের কোন স্থান নেই,মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম।আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা(সাঃ) কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নি, তিনি চাইলে ইসলামে শত্রুদের বিভিন্ন লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে আরাম আয়েশের জীবন যাপন করতে পারতেন, কিন্তুু তিনি সেটা না করে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে ন্যায়ের পক্ষে লড়াইকরেছেন,আল্লাহর রাস্তায় সারা বিশ্বের মানুষকে দাওয়াত দিয়েছেন,উম্মতদেরকে বিভিন্ন বিশয়ে শিক্ষা দান করেছেন।সারা পৃথিবীর মানুষকে ন্যায়ের পক্ষে থাকার জন্য শিক্ষা দিয়ে গেছেন।পরিশেষে দেশ ও মানব জাতির কল্যানে মাহ্ফিলে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!