

মোহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:-বান্দরবানে তাহ্ফিজুল কোরআন প্রচার সংস্থার আয়োজনে বান্দরবান-কক্সবাজার-চট্টগ্রামের সমন্বয়ে ৩দিনব্যাপী ৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৭ এর সনদ-পুরুস্কার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার হতে শুরু হয়ে শনিবার সকাল সাড়ে ১০টা বান্দরবান ইসলামিয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।তাহ্ফিজুল কোরআন প্রচার সংস্থার বান্দরবান জেলা শাখার সভাপতি আল্হাজ্ব মাওলানা হাফেজ আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান বাজার শাহী মসজিদের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃইয়াছিন আরাফাত।তাহ্ফিজুল কোরআন প্রচার সংস্থার বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান হোসাইনী এর সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,তাহ্ফিজুল কোরআন প্রচার সংস্থার উপদেষ্টা মাওলানা এহসানুল হক আল মুইন,সংস্থার উপদেষ্টা মাওলানা ক্বারী নুরুল আমিন,সংস্থার সহ-সভাপতি আবুল কাসেম,বান্দরবান জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক,ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মোবারক,হাফেজ জহির,হাফেজ ছলিম উল্লাহ,ঈদগাহ্ হেফজ খানার শিক্ষক হাফেজ মোঃ বদিউল আলম বদিসহ সাতকানিয়া,কক্সবাজার-চকরিয়া-লামা-আলী কদম-নাইক্ষংছড়ি বিভিন্ন মাদ্রাসা থেকে প্রতিযোগিতায় আসা দুই শতাধিক হাফেজ কোরআন ও তাদের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটি উত্তম স্বংবিধান ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে জঙ্গীঁবাদের কোন স্থান নেই,কিছু অসৎ লোক ইসলামকে কুলশিত করার জন্য ইসলামের লেবাস পড়ে এই অপপ্রচার ও অপতৎপরাতা এবং সমাজে বিশৃংখলা করছে,আমাদের সকলের সহযোগিতায় সরকার জঙ্গীবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।আপনারা ইসলামের সঠিক জ্ঞান লাভ করবেন,এবং আপনাদের ছাত্র-ছাত্রীদের সঠিক জ্ঞান শিক্ষা দিবেন।পরে প্রতিযোগিতায় ক গ্রুপ,এবং খ গ্রুপে ১ম.২য়,৩য় স্থান কারাীদের অতিথিরা সনদ-পুরুস্কার বিতরণ করেন,সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতার উত্তর উত্তর উন্নতি কামনা করেন,পরিশেষে দেশ,জাতি,আমাদের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,সহ সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।