বান্দরবানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৪ জুলাই, ২০১৯ ১১:৪৯ : অপরাহ্ণ 754 Views

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করেছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা।রথযাত্রা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়।এই উপলক্ষে হরিনাম সংকীর্তন,বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ,আলোচনা সভা,পদাবলী কীর্তন,আরতি কীর্তন,ভাগবত কথা,সাংস্কৃতিক অনুষ্ঠান,শ্রীমদ্ভাগবত গীতা পাঠ,মহাপ্রসাদ বিতরণসহ নানা অনুষ্টান অনুষ্টিত হয়।রথযাত্রা উপলক্ষে বিকাল ৩টায় বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,রথযাত্রা কমিটির সভাপতি কানু দাশসহ সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ বলেন,রথযাত্রা উপলক্ষে বান্দরবানের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।রথ টানা উপলক্ষে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে।আগামী ১২জুলাই আবার ফিরতি রথের উৎসব আয়োজন করা হবে,এতেও আমরা সকলের অংশগ্রহণ চাই।এর পরপরই রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে শত শত সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ রথ টেনে শ্রী শ্রী কালি মন্দির বালাঘাটায় নিয়ে যায়।উল্লেখ্য,আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসব শেষ হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!