

সিএইচটি টাইমস নিউজ ডেস্ক,বান্দরবান। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম,বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান এই ত্রি-স্মৃতি বিজরিত বুদ্ধ পূর্নিমা আজ।এ উপলক্ষে বান্দরবানে শোভাযাত্রা,প্রার্থনা ও বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনের (পানি ঢেলে) মধ্য দিয়ে দিনটি উদযাপন করে বৌদ্ব ধর্মালম্বীরা।সকালে রাজবাড়ী মাঠ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়,র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উজানী পাড়া রাজগুরু বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।পরে সেখানে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনায় অংশ নেয় বিহারের দায়ক-দায়িকারা।এতে ধর্ম দেশনা দেন উজানী পাড়া রাজগুরু বিহারের বিহারাধ্যক্ষ।এসময় অনুষ্টানের ধর্ম দেশনায় উপস্থিত ছিলেন বোমাং সার্কেল চীফ রাজা উচ প্রু চৌধুরী সহ বিভিন্ন ধর্মপ্রান ব্যক্তি নারী-ও পুরুষরা।শেষে মহাবোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন করেন দায়ক-দায়িকারা।এছাড়া জেলার বিভিন্ন উপজেলাতেও নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা।