বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধ ধর্মাবলম্বীদের আষাঢ়ী পূর্ণিমা।এ উপলক্ষ্যে মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে শহরের বৌদ্ধ মন্দিরগুলোতে ধর্মীয় প্রার্থনা, গুরু ভক্তি, ছোওয়াইং প্রদান (ভান্তেদের উৎকৃস্ট খাবার দান), বুদ্ধ মুর্তি স্মান, হাজার প্রদীপ প্রজ্জলন, ধর্ম দেশনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় সমাবেত প্রার্থনা করা হয়েছে। মূলত এই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের মাতৃগর্ভে প্রতিসন্ধী, গৃহত্যাগ, ধর্মচক্র প্রবর্তন,ঋদ্ধি প্রদর্শণ ও মাতা মহাময়ার সাথে সাক্ষাতে তাবতিংস স্বর্গলোকে অভিধর্ম দেশনা প্রদান। পঞ্চস্মৃতি বিজরিত এই আষাঢ়ী পূর্নিমা তিথি। তাই বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই দিনটি তাৎপর্যপূর্ণ একটি বিশেষ দিন।
আষাঢ়ী পুর্ণিমা তিথি হতে শুরু করে আশির্নী পূর্ণিমার তিথি পর্যন্ত তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়,সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসরন ও পরোপকারে ব্রত হয়ে তিনমাস অতিক্রম করবে বিশে^র সকল বৌদ্ধ সম্প্রদায়। এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, খ্যং ওয়া ক্যয়ং রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ কেতু মহাথের, আবাসিক ভিক্ষু ভদন্ত উঃ নাইন্দাসারা ভিক্ষু।