বান্দরবানে দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২৩ ১:১২ : অপরাহ্ণ 455 Views

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় ১৭ই এপ্রিল (সোমবার) সকালে বান্দরবান পৌরসভার,বালাঘাটা,পুলিশ লাইন্স  সংলগ্ন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সারা দেশে ৪র্থ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করা হয়।

দৃষ্টিনন্দিত বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যায় হয়েছে ১২ কোটি ৫৪ লক্ষ টাকা, যা বাস্তবায়নের দায়িত্ব ছিলো গণপূর্ত বিভাগের।তিন তলা ফাউন্ডেশন তিন তলা ভবনে নিচ তলা ১২ হাজার ১৬৮ বর্গফুট, দ্বিতীয় তলা ৭ হাজার ৮২৫ বর্গফুট এবং তৃতীয় তলা ৭ হাজার ৮২৫ বর্গফুট পরিমাপের।

বান্দরবান  ইসলামিক ফাউন্ডেশন এর  উপ-পরিচালক  মোহাম্মদ সেলিম উদ্দিন এর  সভাপতিত্বে ভার্চুয়ালি  সংযুক্ত হয়ে ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে ও ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান প্রান্তে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক  মো. লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস সুলতানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মোজাম্মেল হক বাহাদুর,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস.এম শহীদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মো. আলী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং বিভিন্ন মসজিদ হতে আশা ইমাম অতিথি ও স্থানীয় জনসাধারণ।

উল্লেখ্য যে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে একই দিন একযোগে সারাদেশে চতুর্থ পর্যায়ে মোট ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়।ইতিপূর্বে সারাদেশে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ১৫০ টি উদ্বোধন করা হয়েছে যা এখন ২০০ তে দাড়ালো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!