

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আজ (১ এপ্রিল) বান্দরবানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্রের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।বার্ষিক মাহফিল উপলক্ষে বান্দরবানের সর্ববৃহৎ এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অন্যরকম পরিবেশ বিরাজ করেছে।দেশ বরেণ্য আলেম ও শীর্ষ ধর্মীয় নেতা আল্লামা শাহ্ আহমদ শফি’র হেলিকপ্টার যোগে আগমন বার্ষিক এই মাহফিল কে দিয়েছে ভিন্ন মাত্রা।মাহফিল কে ঘিরে আল্লামা শাহ্ আহমদ শফি’র আগমন উপলক্ষে পুরো জেলা শহরজুড়ে ব্যানার ফেস্টুন আর তোরণ নির্মাণ করা হয়েছে,যা সর্বমহলের দৃষ্টি আকর্ষণ করেছে।মাহফিলে আগত ধর্মপ্রান মুসল্লিদের জন্য ১০ থেকে ১৫ টি গবাদি পশু জবাই করে আয়োজন করা হয়েছে বিশেষ ভোজের।মাহফিল ঘিরে গ্রহণ করা হয়েছে কড়া পুলিশী নিরাপত্তা ব্যাবস্থা।দিনব্যাপী এই বার্ষিক মাহফিল কে তিনটি আলাদা অধিবেশনে ভাগ করা হয়েছে।শনিবার সকাল দশটায় বান্দরবানের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশন শুরু হয়।প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।জোহরের নামাজের পর শুরু হয় মাহফিলের দ্বিতীয় অধিবেশন।এতে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালীম বুখারী।
ইসলামী শিক্ষা কেন্দ্র (কমপ্লেক্স) বান্দরবান এর পরিচালক মাওলানা হোসাইন মুহাম্মদ ইউনুচ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী।তিনি তাঁর আলোচনায় বলেন,একমাত্র দ্বীনি শিক্ষাই সন্ত্রাস নির্মূলে জোরালো ভূমিকা পালন করতে পারে।এদেশ থেকে সন্ত্রাস নির্মূলের জন্য সবাইকে দ্বীনি শিক্ষার দিকে ফিরে আসতে হবে।আপনারা আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দান করুন।যেসব বক্তা এই মাহফিলে আলোচনা পেশ করেছেন তাঁদের মধ্য রয়েছেন,পীরে কামেল আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী,বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব ও প্রধান ইমাম আল্লামা হাফেজ মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী,আল্লামা ফুরকানুল্লাহ খলীল,আল্লামা আজিজুল হক আল মাদানী,আল্লামা জাকারিয়া আল হুসাইনি,আল্লামা জাহেদুল্লাহ বিন শাইখ ইউনুস,আল্লামা আশরাফ আলী গাজী,মুফতি মুরশেদুল আলম,কারী নুরুল আমীন,আল্লামা ছিদ্দীক আহমদ,মাওলানা আ ন ম আহমদ উল্লাহ,মাওলানা আজিজ প্রমুখ।