চুনতী শাহ সাহেব কেবলার (রহঃ) ৩৫ তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন


প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০১৭ ৪:৩২ : পূর্বাহ্ণ 706 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-চুনতী শাহ সাহেব কেবলার (রহঃ) ৩৫ তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন।আশেকে রাসূল (স) মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর প্রবর্তক শাহ মাওলানা হাফেজ আহমদ (রহঃ) শাহ সাহেব কেবলা চুনতীর ৩৫ তম ঈসালে সাওয়াব মাহফিল গতকাল ১৩ নভেম্বর রোজ সোমবার চুনতী সীরত ময়দানে অনুষ্টিত হয়।সকাল ৯.০০টা থেকে বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন সাহেবের পরিচালনায় পবিত্র কোরআন শরীফ ও বুখারী শরীফ খতম শুরু হয়। জুহর নামাজ শেষে মুহাদ্দিস মাওলানা শাহ আলম সাহেব পবিত্র কোরআন ও বুখারী শরীফ খতমের মুনাজাত পরিচালনা করেন।বাদে আসর মুহাদ্দিস মাওলানা ফারুখ হোছাইনের পরিচালনায় মূল প্রোগ্রাম শুরু হয়।উক্ত ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়,ঢাকার মাননীয় ভিসি জনাব ড.আহসান সায়্যিদ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী।এছাড়াও বিশেষ মেহমান হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ইসমাইল মানিক,বনফুল এন্ড কোং লিমিটেডের ডাইরেক্টর জনাব আব্দুস শুক্কুর সাহেব,বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফরিদ উদ্দীন (সি আই পি),মিয়া মুহাম্মদ গোলাম কবির,বিশিষ্ট শিল্পপতি জনাব আবু তাহের,অধ্যক্ষ হাফিজুল হক নিজামী,অধ্যক্ষ দ্বীন মুহাম্মদ মানিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।মাহফিলে বক্তারা শাহ সাহেব কেবলার জীননের বিভিন্ন কারামাতপূর্ণ দিক তুলে ধরেন।উক্ত মাহফিলে সভাপতির বক্তব্য ও শেষ মুনাজাত পরিচালনা করেন শাহ সাহেব কেবলার একান্ত সহচর চুনতী হাকিমিয়া কামিল ( অনার্স) মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ নাছির উদ্দিন।উল্লেখ্য বাদে মাগরিব সাবেক ব্যাংকার ম্যানেজার আলহাজ্ব মুহাম্মদ ইসহাক রচিত শাহ সাহেব কেবলার উপর পর্যালোচনামূলক গ্রন্থ “স্বরণ করি স্বপনে জাগরণে” এর মোড়ক উম্মোচন করা হয়।মোড়ক উম্মোচন করেন অধ্যক্ষ হাফিজুল হক নিজামী। এতে উক্ত বইয়ের লেখক আলহাজ্ব মুহাম্মদ ইসহাক,জনাব ইসমাইল মানিক, শিল্পপতি আব্দুস শুক্কুর,আলহাজ্ব কাজী মাওলানা নাছির উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!