মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মাহে রবিউল আউয়াল উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহ্ফিল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত এই মাহ্ফিল চলে।বান্দরবান ঈদগাহ্ মাঠ প্রাঙ্গনে মাহ্ফিলের আয়োজন করা হয়।মাহ্ফিলে নবীজির শুভাগমন ও নবীজি বিধর্মীদের সাথে কেমন আচরণ ও ব্যবহার করতেন এই বিষয়ের উপর প্রধান মেহমান হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ ও নচিহত বাণী প্রদান করেন,পি.এইচ.পি ফ্যামিলি এর চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান।আমন্ত্রিত অতিথি হিসেবে মাহ্ফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার।বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজ সেবক বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক ও বান্দরবান জেলা গাউছিয়া কমিটির সভাপতি মোঃহোসেন এর সভাপতিত্বে মাহ্ফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক ইসলামিক আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মিডিয়া ব্যাক্তিত্ব ও ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মুফ্তি মুহাম্মদ মুরিুজ্জমান আলকাদেরী।বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করেন আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী আলকাদেরী,চট্টগ্রাম কাশিয়াাইশ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনী,বান্দরবান জেলা গাউছিয়া কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর আলকাদেরী,বান্দরবান লালমোহন বাগান এলাকা জামে মসজিদের খতিব ও গাউছিয়া সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা ইউসুফ মুনিরী,চট্টগ্রাম কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ ইকরাম হোসাইন সহ স্থানীয় ওলামাগণ আলোচনা পেশ করেন।আজিমুশ্শান পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে সঞ্চলনায় ছিলেন বান্দরবান জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রিদুয়ান আলী।মাহফিলে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আনোয়ার।মাহ্ফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবানের নগর পিতা পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম।এছাড়াও মাহ্ফিলে উপস্থিত ছিলেন,গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব হারুন-উর-রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃসিরাজ,জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আছহাব উদ্দীন,জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক মোঃ ছৈয়দ নূর,বান্দরবান থানা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তমিজ উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃকামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী,সুয়ালক কাইচতলী তুলাতলী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান সদর উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক,মোঃ নাজির হোসেন মোহাম্মদ আবদুর রহিম,গাউছিয়া কমিটির অন্যান্য নেতা-কর্মীসহ ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা মাহফিলে উপস্থিত ছিলেন।মাহফিলে বক্তারা বলেন,পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান,এই মহাগ্রন্থ আল কোরআন অহির মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে মহান আল্লাহ আমার প্রিয় নবী নবীদের সরদান হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) উপর নাজিল করেছেন,তাই মহান আল্লাহ এই মানবজাতিকে সৃস্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করেছেন,রবিউল আওয়াল মাসে আমাদের নবীজির মুহাম্মদ (সাঃ) আগমন করেছেন,তিনি সত্য ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বহু কষ্ট সিকার করেছেন,এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ,ইসলাম একটি শান্তির ধর্ম,ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস,বোমা বাজদের কোন স্থান নেই,মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম।মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম,অত্যাচারের শিকার হচ্ছে।ওলামায়েকরা আরো বলেন,রবিউল আওয়াল মাসের শিক্ষা অপরীসীম,এই মাসের ১২ তারিখে হযরত মুহাম্মদ (সাঃ) পৃতিবীতে আগমন উপলক্ষে যে আনন্দ উৎসব তাকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করা হয়।তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নি তিনি চাইলে ইসলামে শত্রুদের বিভিন্ন লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে আরাম আয়েশের জীবন যাপন করতে পারতেন,কিন্তুু তিনি সেটা না করে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে ন্যায়ের পক্ষে লড়াইকরেছেন,আল্লাহর রাস্তায় সারা বিশ্বের মানুষকে দাওয়াত দিয়েছেন,উম্মতদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করেছেন।সারা পৃথিবীর মানুষকে ন্যায়ের পক্ষে থাকার জন্য শিক্ষা দিয়ে গেছেন।আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর রেসালত-সীরত ও তরীকা মতে আমাদের জীবন গড়ি,তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহ্ফিলে সভাপতির সমাপনী বক্তব্য প্রদান শেষে মিলাদ পড়ানো হয়,পরিশেষে দেশ ও মানব জাতির কল্যানে মাহ্ফিলে বিশেষ দোয়া করা হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.