শাইখুল আরব ওয়াল আজম, কিংবদন্তী আলিম আল্লামা ইউনুস (হাজী সাহেব হুজুর) রহ. এর স্মৃতিবিজড়িত দ্বীনিবিদ্যাপীট পার্বত্যভূমি বান্দরবানের প্রাণকেন্দ্র অবস্থিত ইসলামী শিক্ষাকেন্দ্র বান্দরবানের ৩০ তম বার্ষিক মাহফিল আগামী (২রা মার্চ’১৯) শনিবার অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার শায়খুল হাদিস ও মহা-পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এতে সভাপতিত্ব করবেন ইসলামী শিক্ষাকেন্দ্র বান্দরবানের পরিচালক মাওলানা হুসাইন মুহাম্মদ ইউনুস।
তাছাড়া মাহফিলে আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরির পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব, আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরেন পরিচালক মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা এহসানুল হক মঈনসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন উপস্থিত থাকবেন।
সিএইচটি টাইমস ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষাকেন্দ্রের সিনিয়র শিক্ষক মাওলানা এরশাদুল হক, তিনি মাহফিল সফল করার লক্ষে ধর্মপ্রান মুসলমানের উপস্থিতি কামনা করেন।