শিরোনাম: নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হলো পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূতি চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ১ হোতা পুলিশী তৎপরতায় আটক উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে ফুলেল শুভেচ্ছা জানালো ক্রীড়া সংগঠকরা চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বান্দরবান সেনা জোন এর উপহারের বই পেলো মেধাবী শিক্ষার্থীরা

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে মন্ত্রী বীর বাহাদুর আয়োজিত ইফতার অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২২ ৪:২০ : অপরাহ্ণ 275 Views

বান্দরবান পৌরসভার সকল মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে পবিত্র মাহে রমযান উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ এপ্রিল) পার্বত্য মন্ত্রীর বাসভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সার্বক্ষণিক উপস্থিতিতে আয়োজিত এই ইফতার মাহফিলে বান্দরবান পৌর এলাকার ৫৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।শুরুতেই রমজানের মহিমান্বিত তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বান্দরবান বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এহছানুল হক আল মঈন।পরে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।এসময় পার্বত্য মন্ত্রী নিজ হাতে ইমাম ও মুয়াজ্জিনদের ইফতার,পানীয়সহ নানা মুখরোচক খাবার নিজ হাতে তুলে দেন।ইফতার অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান,বান্দরবানের পৌর মেয়র মো.ইসলাম বেবী,প্রয়াত লালমোহন বাগান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ,বীর বাহাদুর ফাউন্ডেশন সভাপতি খলিলুর রহমান (সোহাগ),বীর মু্ক্তিযোদ্ধা সাংবাদিক এম.এ.হাকিম চৌধুরী,ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মুসলিম এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সুবহান,বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুল হক,ওয়াব্দাব্রীজ জেলা পরিষদ রেস্ট হাউজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফুর,বনরুপা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল সহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।বান্দরবান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.শামসুল ইসলাম বলেন,প্রতি বছরই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নিজ উদ্যোগে ইফতারের এই আয়োজনটি করা হয়।এদিকে ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মুসলিম এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সুবহান বলেন,পার্বত্য মন্ত্রী মহোদয় প্রতিবছরই পবিত্র রমজান মাসে নিজ উদ্যোগ এবং উপস্থিতিতে জেলার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে সর্বপ্রথম ইফতারে মিলিত হন।তিনি শুধু বান্দরবান পৌরসভাধীন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরই নয় সমগ্র বান্দরবান জেলার প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়মিত খোঁজ খবর নেয়ার চেষ্টা করেন।আমাদের যেকোনও বিপদ এবং আপদে পার্বত্য মন্ত্রীই আমাদের পাশে সর্বপ্রথম ছুটে আসেন।আমাদের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা তিনি সবসময় নানা সিদ্ধান্ত দিয়ে প্রকাশ করেন তা আমি আর নতুন করে বর্ননা করার কিছু নাই।উল্লেখ্য,স্যোশাল মিডিয়া ফেসবুকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করা অনেক ইমাম ও মুয়াজ্জিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র এমন আয়োজন কে স্বাগত জানিয়ে অনুভূতি প্রকাশ করতে দেখা যায়।পাশাপাশি ইমাম মুয়াজ্জিনরা এই ইফতারে উপস্থিত হতে পারায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!