সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবানের থানছি থেকে এক পাড়া কারবারীসহ (পাড়া প্রধান) চারজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।এ ঘটনার পর ওই এলাকায় যৌথবাহিনী অভিযান শুরু করেছে।শনিবার দুপুরে উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে তুংখং পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
বান্দরবানের থানছি থেকে এক পাড়া কারবারীসহ (পাড়া প্রধান) চারজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর ওই এলাকায় যৌথবাহিনী অভিযান শুরু করেছে। শনিবার দুপুরে উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে তুংখং পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।অপহৃতরা হলেন-তংখং পাড়ার পাড়া কারবারী আথুই মং মারমা (৫৫), তার স্ত্রা আপ্রমা মারমা (৪৫), পাড়ার বাসিন্দা পাইছা প্রু মারমা (৬০) ও তার স্ত্রী (নাম জানা যায়নি)।
থানছি থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল আহম্মেদ জানান,খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ওই পাড়া পরিদর্শন করেছেন। তবে পাড়ার কারবারীসহ এই চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে বলে পাড়ার লোকজন জানিয়েছে।
পাড়া কারবারী আথুই মং মারমার ভাই চথুই মং মারমা জানান, কারবারীর ছেলে মংমং শে মারমা দুবছর আগে আরাকান আর্মিতে যোগ দেয়। ক’দিন আগে সে আট লাখ টাকা নিয়ে আরাকান আর্মি ছেড়ে পালিয়ে আসে।তিনি জানান, শনিবার দুপুরে এই সংগঠনের সদস্যরা পাড়া ঘেরাও করে কারবারীসহ চারজনকে ধরে নিয়ে যায়। এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি। তবে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে।
থানছির বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাবিবুল করিম জানান,পাড়া কারবারীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। সেখানে যৌথবাহিনীর সদস্যরা গিয়েছেন। তবে কারা নিয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।