বান্দরবানে থানচির বলিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪মে) রাত সাড়ে ৯টায় বলিপাড়া বিএনকেএসের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মংশৈসাই মারমা (১৮)। সে থানচির ঙাইক্ষ্যং পাড়ার উহ্লাচিং মারমার ছেলে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিএনকেএস অফিসের সামনে রাস্তার পাশে একটি সেগুন গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এতে মাথা ফেটে ঘটনাস্থলে মংশৈসাই মারমা মারা যান।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’