

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য এলাকার নানামুখী উন্নয়ন সাধিত হয়েছে।বান্দরবানের দুর্গম থানচিতে এখন স্কুল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।থানচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পর্যটন কেন্দ্রগুলোকে আরো আধুনিকায়ন করা হবে এবং স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা সেবাসহ সব কিছুর উন্নয়নের পাশাপাশি এই দুর্গম উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক নির্মাণ করা হবে বলে জানান পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহদুর উশৈসিং এমপি।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের হাইস্কুল নির্মাণ,হাইস্কুলের ছাত্রাবাস নির্মাণ ও বৌদ্ধ বিহারের সীমা ঘর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহদুর উশৈসিং এমপি।প্রতিমন্ত্রী এসময় আরো বলেন,সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছেঁ দেয়ার পরিকল্পনা আর ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে বর্তমান আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে।সরকারের এই উন্নয়নমুখী অগ্রযাত্রায় আমাদের সকলকে পাশে থাকতে হবে এবং আগামী দিনগুলোতে পার্বত্য এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করে প্রতিমন্ত্রী পরে রেমাক্রী বাজারে আওয়ামীলীগের এক সমাবেশ ও নবান্ন উৎসবে অংশ নেয়।এসময় উপস্থিত ছিলেন বলিপাড়া ৫৭বিজিবির অধিনায়ক লে.কর্ণেল হাবিবুল করিম,পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী,পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, ক্যসাপ্রু,ম্রাচা খেয়াং,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আবদুল আজিজ,থানচি উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মাসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গ।সমাবেশের শেষে রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির মধ্যে সেলাই মেশিন, সোলার প্যানেল,কম্বল,কীটনাশকযুক্ত মশারী,ভিজিএফ চাউল,ক্রীড়া সামগ্রী,পানির ফিল্টারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান করেন।