বান্দরবানে থানচি উপজেলায় হেডম্যান পাড়া এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিশাল ইটভাটা।হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ ফুট দুরত্বে স্থাপন করা হয়েছে এসবিএম ইটভাটা।পরিবেশ দুষণ এ ইটভাটার ধোঁয়া,ধুলাবালি ও শব্দদুষণ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠদানের সমস্যার শেষ নেই।ইটভাটা থেকে প্রাথমিক বিদ্যালয়টি ২০০ ফুট পাহাড়ের উপর অবস্থিত।এ ইটভাটায় পরিবেশ ক্ষতিকর কম উচ্চতার অস্থায়ী ড্রাম চিমনি ব্যবহার করায় এই চিমনি থেকে নির্গত কার্বনডাই অক্সাইড বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে।বিদ্যালয়ের পাশে ইটভাটা থাকায় যে কোন ধরনের দুর্ঘটনা নিয়ে শংকিত ছাত্রছাত্রীদের অভিভাবকরা।ছাত্র ছাত্রীদের দুর্ঘটনা ও জীবনের নিরাপত্তা নিয়ে সতর্ক ও শংকিত শিক্ষকরাও।এ ইটভাটার পাশে রয়েছে ঐতিহ্যবাহী প্রাচীন বৌদ্ধ মন্দির ও হেডম্যান পাড়ার জনবসতি।ইটভাটার আধা কিলোমিটার দুরত্বে রয়েছে বন বিভাগের সৃজনশীল বন।ইটভাটার বায়ু দুষণ ও ক্ষতিকর প্রাকৃতিক পরিবেশ নিয়ে বৌদ্ধ মন্দির ও হেডম্যান পাড়ায় বসবাসকারী জনসাধারনের মাঝে বিরুপ মনোভাব বিরাজমান রয়েছে।ইটভাটার পরিবেশ দুষণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান ও হেডম্যান পাড়াবাসীরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করলেও কোন ধরনের প্রতিকার পায়নি।অপরদিকে পরিবেশ দুষণের এই ইটভাটা নিয়ে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই।পাশ্ববর্তী পাহাড় কেটে সংগ্রহ করা হয় ইটভাটার মাটি।ইটভাটায় প্রাকৃতিক কয়লা ব্যবহারের নির্দেশনা থাকলেও থানচির এই ইটভাটায় কয়লার পরিবর্তে ব্যবহারের জন্য পার্শ্ববর্তী বনের বাগান থেকে সংগ্রহ করা হয় কয়েক হাজার টন জ্বালানী কাঠ।এককথায় পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে পরিচালিত হচ্ছে এ ইটভাটা।ইটভাটা স্থাপন করার ক্ষেত্রে ইটভাটা আইন ও নীতিমালা অনুসরণ করা হয়নি।এই ইটভাটার নেই কোন জেলা প্রশাসনের অনুমতি ও ইটভাটার লাইসেন্স।নেই কোন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।পরিবেশ দুষণে এ ইটভাটা নিয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের রয়েছে নিরবতা।এলাকার জনসাধারণের পক্ষ থেকে এ ইটভাটার পরিবেশ দুষণ ঠেকাতে স্থানীয় উপজেলা প্রশাসন তথা ইউএনও এর নিকট বিভিন্ন সময়ে অভিযোগ জানানো হলেও পরিবেশ রক্ষায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহন করা হয়নি।এ ইটভাটার বিষয়ে জানা যায়,হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এসবিএম ইটভাটার মালিক আনিসুর রহমান সুজন।পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর উপজেলা প্রতিনিধি ও থানছি আওয়ামী লীগ নেতা মংথোয়াইম্যা মারমা রনি ও নাছির এ দুজন ইটভাটাটিতে ব্যবসায়ীক অংশীদার হিসেবে রয়েছে।প্রায় ৪ একর জমিতে ১০ বছর আগে জনবসতি পূর্ণ এলাকায় এই ইটভাটাটি স্থাপন করা হয়।ইটভাটার পাশে রয়েছে বৌদ্ধ মন্দির ও হেডম্যান পাড়া।ইটভাটার আধা কিলোমিটার দুরত্বে রয়েছে বন বিভাগের সৃজনশীল বন।বিশাক্ত কালো ধোঁয়ায় এই বনও মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ পাশাপাশি ইটভাটায় পুড়ানোর জন্য লাকরি সংগ্রহ তো আছেই।ইটভাটা নীতিমালা অনুযায়ী ইটভাটায় ১২০ ফুট স্থায়ী চিমনী স্থাপন করা হয়নি।ইটভাটায় ব্যবহার করা হচ্ছে পরিবেশ ক্ষতিকর কম উচ্চতার অস্থায়ী ড্রামের চিমনী।প্রতি বছর পাহাড় কেটে সংগ্রহ করা হয় ইটভাটার মাটি।ইটভাটায় ব্যবহারে সংগ্রহ করা হয় কয়েক হাজার টন জ্বালানী কাঠ।ইটভাটায় কয়লা ব্যবহারের পরিবর্তে ব্যবহার করা হয় জ্বালানী কাঠ।এছাড়াও ইটভাটায় তৈরী করা হয় নিম্নমানের ইট যা দৈর্ঘ্য ও প্রস্থের অন্যান্য ইটের তুলনায় সাইজে ছোট।এ ইটভাটা দুর্গম এলাকায় হওয়ায় প্রশাসনকে যাচ্ছেতাই ভাবে ফাকি দিয়ে পরিশোধ করা হয়না আয়কর ও ভ্যাট।এভাবে সরকারি আয়কর ও ভ্যাটও ফাকি দিয়ে চলছে এসবিএম ইটভাটা।হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চশিউ মারমা জানান,ইটভাটা থেকে প্রাথমিক বিদ্যালয়ের দুরত্ব কম হওয়ায় বিভিন্ন সমস্যা থাকার কারনে পাঠদানের সময় ছাত্র ছাত্রীরা অমনোযোগি হয়।ইটভাটা পরিবেশ ক্ষতিকর কার্বনডাই অক্সাইড বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে।বিদ্যালয়ের সামনে ইটভাটার রাস্তায় নিয়মিত ট্রাক আসা যাওয়া করে।এ সময়ে ধুলা বালি ও শব্দ দুষণে পাঠদানে সমস্যা সৃষ্টি করে।বিদ্যালয়ের পাশে ইটভাটা যে কোন ধরনের দুর্ঘটনা নিয়ে শংকিত ছাত্র ছাত্রীর অভিভাবক।বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দুর্ঘটনা ও জীবনের নিরাপত্তা নিয়ে সতর্ক ও শংকিত থাকতে হয় শিক্ষকদের।এসবিএম ইটভাটার মালিক আনিসুর রহমান সুজন বলেন,থানচি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের প্রয়োজনে ও এলাকাবাসীর ইটের চাহিদা থাকায় এ ইটভাটা স্থাপন করা হয়।প্রাথমিক বিদ্যালয়ে কি সমস্যা হয় তা আমাকে জানালে আমি সমাধানের চেষ্টা করব।ইটভাটায় কিছু লাকরি ও কিছু কয়লা ব্যবহার করা হয়।সমতল জমি থেকে ইটভাটার মাটি সংগ্রহ করা হয়ে থাকে।দুর্গম এলাকায় ইটভাটা স্থাপনে ইটভাটা আইন ও পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলা কঠিন তারপরও মেনে চলার চেষ্টা করি।বান্দরবান ইটভাটা মালিক সমিতি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ জানান,থানচিতে স্থাপিত এসবিএম ইটভাটা এ সমিতির সদস্য নয়।এ ইটভাটার বিষয়ে বিস্তারিত কোনও কিছু আমার জানা নেই।এলাকার জনসাধারণ বিভিন্ন সময়ে এ ইটভাটা নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলো বলে আমি শুনেছি।এলাকায় পরিবেশ ভাল রাখতে ইটভাটা কতৃপক্ষের উচিত পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলা।ইটভাটা স্থাপনের ক্ষেত্রে ইটভাটা আইন ও নীতিমালা যদি ইটভাটা কতৃপক্ষ অনুসরণ না করে থাকে এবং এ ধরনের প্রমান পাওয়া গেলে প্রশাসনই অভিযান চালিয়ে এসবিএম ইটভাটা বন্ধ করে দিতে পারে।বান্দরবানের পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যামিষ্ট একেএম সামিউল আলম কুরসি জানান,থানচি এসবিএম ইটভাটার পরিবেশ অধিদপ্তরের চাড়পত্র আছে কিনা জানা নেই।ইটভাটা স্থাপনে পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলা উচিত।এলাকাবাসী পরিবেশ ক্ষতির লিখিত কোনও অভিযোগ দিলে আমলে নেয়া হবে।পরবর্তীতে পরিদর্শন করে পরিবেশ আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।থানচি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো:আরিফুল হক মৃদুল বলেন,হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এসবিএম ইটভাটার পরিবেশ দুষণ নিয়ে যদি কোনও ধরনের অভিযোগ থাকে যে কেউ লিখিত অভিযোগ করতে পারে।এ ইটভাটার অনিয়ম ও পরিবেশ দুষণের অভিযোগ যদি সত্য হয় তাহলে পরিবেশ সংরক্ষণ ও ইটভাটা আইনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.