ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের থানচি উপজেলা বাজারের ৫৫টি দোকান ও বসতঘর আগুনে পুড়ে গেছে।শনিবার (২৫ মার্চ) বাজারের দক্ষিণ পাশ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।মুহূর্তেই ৫৫ টির অধিক দোকান ও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল মনসুর।ঘটনার পর দমকল বাহিনীর একটি ইউনিট,থানচি বিজিবি ক্যাম্পের সদস্য,পুলিশ ও স্থানীয়রা মিলে প্রায় দু ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীদের হিসাবে আগুনের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজ করছে প্রশাসন।গত ২২ শে মার্চ ভোরে ভয়াবহ আগুনে থানচি বলিপাড়া বাজারের অর্ধ শতাধিক দোকান বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।২০২০ সালে ভয়াবহ আগুনে থানচি বাজার পুড়ে ছাই হয়ে গিয়েছিল।