বান্দরবানের দূর্গম থানচি উপজেলায় প্রেস ক্লাবে অনুপমকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন রেমবো ত্রিপুরা সহ সভাপতি,হিমংপ্রু মারমা কোষাধ্যক্ষ,সাথোয়াই প্রু মারমা দপ্তর সম্পাদক,মথি ত্রিপুরা নির্বাহী সদস্য,কাইথাং খুমি সদস্য ও হ্লামংউ মারমা।শনিবার (৩০ নভেম্বর) দুপুরে থানচি প্রেস ক্লাবে উপস্থিত থেকে প্রেস ক্লাবের কমিটি ঘোষণা করেন বান্দরবান ভোরের কাগজ জেলা প্রতিনিধি মংসানু মারমা।এসময় থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,জিটিভির প্রতিনিধি মোঃ ইসহাক,যায় যায় দিন প্রতিনিধি ক্যমুই অং মারমা,ভোরের কাগজ রোয়াংছড়ি প্রতিনিধি সাথুই অং মারমাসহ বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিল।
এসময় তারা বলেন,বান্দরবানের দূর্গম থানচি উপজেলায় একসময় কোন সংবাদ কর্মী না থাকলেও প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে বেশ কয়েকজন সংবাদকর্মী এখানে কাজ করছে।ফলে এখানকার জীব বৈচিত্র,মানুষের জীবন যাত্রা,অগ্রগতিসহ নানা বিষয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে থানচিকে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরে পরিচিত করেছে।এদিকে নবগঠিত থানচি প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক সহ কমিটির সকল নেতৃবৃন্দ কে শুভেচ্ছা জানিয়েছেন সিএইচটি টাইমস ডটকম এর ফাউন্ডার লুৎফুর রহমান উজ্জ্বল।এসময় তিনি নবনিযুক্ত কমিটির সকল নেতৃবৃন্দের সাফল্য কামনা করেন।