৭২ ঘন্টার ব্যবধানে বান্দরবানের থানচি সড়কের জীবননগরে আবারও দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।
রোববার (২৯ মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাঈদ (৪০)। তিনি থানচি থানায় নির্মিত কটেজে শ্রমিক ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
আহতরা হলেন গাড়িচালক আবদুল মজিদ, মো. রিজন ও মো. ফরহাদ। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বান্দরবান হয়ে থানচির উদ্দেশে যাচ্ছিল মালবোঝাই একটি ট্রাক। জীবননগর অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৫শ ফিট গভীর খাদে পড়ে যায়।
এসময় মোহাম্মদ সাঈদ ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। ঘটনার পর ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা এসিল্যান্ড রাহুল চন্দ জানান, কয়েকদিন আগে দুর্ঘটনাকবলিত স্থানে আবারও দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন গাড়িচালক ও দুই শ্রমিকসহ তিনজন।
প্রসঙ্গত, এই স্পটে গত ২৫ মে অপর এক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ছয়জন আহত হন।