প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টির ফলে থানচি আজ মডেল উপজেলায় পরিণত হয়েছে,এক সময়ে বাংলাদেশের সবচেয়ে দুর্গম উপজেলা থানচি আজ সারাদেশের জন্য আর্কষনীয় উপজেলা হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফলে আজ থানচি উপজেলা উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
বুধবার সকালে বান্দরবানের থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,পার্বত্য জেলা পরিষদ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এক সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন।
মন্ত্রী এসময় আরো বলেন,পার্বত্য এলাকায় আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতে ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য এলাকার অভূতপূর্ব উন্নয়ন তরান্বিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুব আলম,অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নিবার্হী প্রকৌশলী মো.জিল্লুর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নিবার্হী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ বান্দরবান জেলা ও থানচি উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তারা ।
এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৩১কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১০টি প্রকল্প, ১৭কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ৭টি প্রকল্প, ৪ কোটি টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের ৬টি প্রকল্পে উদ্বোধন করেন।