সারাদেশের ন্যায় যথাযতভাবে পালন হচ্ছে মহান বিজয় দিবস ২০১৯ ।উপজেলা প্রশাসন,থানচি থানা,থানচি প্রেস ক্লাব,উপজেলা আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন প্রতিষ্টানের আয়োজনে শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবস পালনের শুভ সুচনা হয়।এই উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক আয়োজন করেছে আয়োজনের মধ্যে ছিল কুচকাওয়াজ,মহান মুক্তিযুদ্ধে অবধান রাখা মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া,বিজয় দিবসকে নিয়ে দেশত্ববোধক গান,কবিতা,মুক্তিযুদ্ধের অভিনয়,হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করা প্রতিযোগীদের পুরুষ্কার প্রধান ও সন্ধ্যায় রয়েছে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মনমুগ্ধকর সাংস্কৃতিকের আয়োজন এছাড়া ও রয়েছে বিজয় দিবসকে নিয়ে বিভিন্ন সংঘটনের আলোচনা সভা,এতিম খানা ,আশ্রমে ভাল খাবার বিতর ও স্ব স্ব ধর্মীয় প্রতিষ্টানে দেশের জন্য আত্বত্যাগকারী শহীদদের জন্য প্রার্থনা করা।
১৬ই ডিসেম্বর সোমবার থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও পুরুষ্কার বিতরনী অনুষ্টিত বিজয় দিবস ২০১৯ এ সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল)।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।এতে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলী, থানচি থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ,মহিলা ভাইস চেয়ারম্যান নূমে প্রু মারমা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন।এসময় আইনশৃংখলায় নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলাবাহীনী।