থানচিতে মং শৈ ম্রই কে অবাঞ্ছিত ঘোষণা করলো বিএনপি নেতাকর্মীরা


প্রকাশের সময় :৩ আগস্ট, ২০১৭ ৭:৩৯ : অপরাহ্ণ 606 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে উপস্থিত নেতৃবৃন্দ সম্পর্কে অশালীন মন্তব্য করায় মং সৈ ম্রই কে থানছি উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে থানচি উপজেলা বিএনপি’র নেতাকর্মী।এছাড়া মং সৈ ম্রই য়ের প্রতিকী মূর্তি বানিয়ে তা পুড়িয়ে ক্ষোভ (কুশপুত্তলিকা দাহ) প্রকাশ করেছে উপজেলা বিএনপি সহ অংঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।এসময় থানচি উপজেলা বিএনপি নেতাকর্মীরা মং শৈ ম্রই কে জেলার রাজনীতিতে জাতীয় বেঈমান আখ্যায়িত করে মং শৈ ম্রই এর গালে গালে জুতা মারো তালে তালে বলে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন থানচি বাজার প্রাঙ্গণ।নেতাকর্মীরা বলেন সাচিং প্রু জেরীর দয়ায় মংশৈ ম্রই কেন্দ্রীয় যুবদলের নেতা মনোনীত হয়ে বান্দরবান এর রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনও মানুষ হিসেবে নিজেকে জাহির করার অপচেষ্টায় লিপ্ত।মংশই ম্রই নিজেকে সচল মনে করলেও তিনি যে আসলে একজন অচল অপদার্থ রাজনীতিক তা থানচির জনগণ ভালো করেই জানে।এসময় থানচি বিএনপি নেতাকর্মীরা মংশৈ ম্রই কে থানচি উপজেলার কোনও একটা ইউনিয়নে গিয়ে চৌকিদার পদে নির্বাচন করে জিতে আসতে পারবেন কিনা সেই প্রশ্নও তোলেন।এসময় বিএনপি নেতাকর্মীরা মংশৈ ম্রই কে দালাল দালাল বলেও আখ্যায়িত করতে শুনা যায়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!