

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ দেশের ২১ জেলায় চালু হয়েছে ডিজিটাল রেকর্ড রুম। এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে আবেদন ও ফি জমা দিয়ে নেয়া যাবে জমির খতিয়ানের সার্টিফাইড কপি। জানা যাবে জমি সংক্রান্ত যাবতীয় তথ্য। এই ২১টি জেলায় সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের ১ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৬২৪টি খতিয়ান ডিজিটাল রেকর্ডরুমে পাওয়া যাবে। মৌজার হিসেবে বিভিন্ন জরিপের অন্তর্গত মোট ৯৭ হাজার ৪৪৫টি মৌজার খতিয়ান প্রকাশ করা হয়েছে। অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করে শুধু সার্টিফায়েড কপি প্রয়োজন হলে তা সংগ্রহ করতে জেলা প্রশাসন কার্যালয়ে আসতে হবে। এটুআই-এর সহযোগিতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিজিটাল রেকর্ডরুম স্থাপনের কাজ বাস্তবায়ন করেছে। আগামী জুলাইয়ের মধ্যে তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলার রেকর্ডরুম ডিজিটাল হয়ে যাবে।