রোয়াংছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার “হার পাওয়ার” প্রকল্পের ল্যাপটপ বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৫৯ : অপরাহ্ণ 501 Views

রোয়াংছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার “হার পাওয়ার” প্রকল্পের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোয়াংছড়ি উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজনে “হার পাওয়ার” প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ করা হয়।২৫ নারী প্রশিক্ষণার্থীর মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।বুধবার (২৭ ফেব্রুয়ারি) রোয়াংছডি উপজেলা পরিষদ মিলনায়তনে এই ল্যাপটপ বিতরণ করা হয়।বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় পার্বত্য চট্রগ্রাম বিযয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বীর বাহাদুর বলেন,তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ভিশন।এতে উপজেলা পর্যায়ে আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষ নারী কর্মী ও নারী উদ্যোক্তা তৈরি হবে।যা দেশের নারীদের আর্ত্বসামাজিক অবস্থানকে সুসংহত করবে।নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন,জেলা পরিষদ সদস্য মোজ্জাম্মেল হক বাহাদুর,সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ গালিব চৌধুরী,বান্দরবান জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) সুরত আলম আকাশসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী ফ্রিল্যান্সাররা উপস্থিত ছিলেন।এতে জেভি অফ টিকন সিস্টেম লিমিটেড সহযোগিতা করছে।একদিনের এই সরকারী সফরে এদিন বীর বাহাদুর উশৈসিং এমপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দেন।র‌্যালি শেষে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম এবং নির্বাহী অফিসার নতুন বাস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!