“সমৃদ্ধি ও উন্নতির মূল শক্তি বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।গত ১৯ এপ্রিল (মঙ্গলবার) সকালে বিজ্ঞান ক্লাবের আয়োজনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্যাম্পাসে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি ও সেনা রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল সিরাজুল ইসলাম উকিল,সেনা রিজিয়নের জি-৩ ক্যাপ্টেন রেজোয়ান আহমেদ রাজু সহ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।এবারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৫টি গ্রুপে ভাগ করে ৪৪ টি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।পরে প্রজেক্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক,এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.