‘সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস’২০১৯ পালিত হয়েছে।
আনুষ্ঠানিকতার শুরুতেই জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস’২০১৯ শীর্ষক সেমিনার স্থলে গিয়ে মিলিত হয়।বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) মোঃশামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দীন মো:হাসান আলী,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলম বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আজ আমরা একটি সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।সেমিনারে দিবস উপলক্ষে জেলা প্রশাসন কতৃক আয়োজিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ‘সত্য মিথ্যা যাচাই আগে/ইন্টারনেটে শেয়ার পরে’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।