

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-বান্দরবানে এলইডিপি ম্যানটোনিং সেন্টারের শুভ উদ্বোধন ও ২মাস ব্যাপী লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এর আওতায় গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) মুফিদুল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্যালয়ের আই.সিটি বিভাগের স¤œয়কারী মোঃফরিদ উদ্দীন।অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডিভিশনাল হেড ও ডিজিাটাল মার্কেটিং এর সিনিয়র প্রশিক্ষক তাহসিন চৌধুরী,প্রোগ্রাম কো-অডিনেটর কামরুল হাসান,সাংবাদিক মোহাম্মদ আলী সহ প্রায় ৭০ জনের অধিক প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি বলেন,বর্তমান সরকার আই.সি.টি সেক্টরকে গুরুত্¦ের সাথে হাতে নিয়েছে,বাংলাদেশকে পুরো-পুরি ভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকাতায় আজ এই প্রশিক্ষণ,সরকার চাই আগামী ২০২১ সাল নাগাদ দেশের যুব সমাজ একটি দক্ষ জনশক্তিতে পরিনত হয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে দেশ ও দেশের জনগণ।আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই।উদ্যোক্তা প্রশিক্ষনে বান্দরবানের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে প্রায় ১৫০ জন নারী ও পুরুষ অংশ নিয়েছে।প্রশিক্ষক তাহসিন চৌধুরী বলেন,২মাস ব্যাপী লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এর আওতায় গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এর সর্বমোট ১৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার মধ্যে ৩২ জন ইতিমধ্যে আউট সোর্সিং ও ইন্টারনেট ব্যবহার মাধ্যমে আয় করেছে ১৭০০ ডলার।