সিএইচটি টাইমস ডেস্কঃ-দেশীয় প্রতিষ্ঠানের নির্মিত সেরা মোবাইল কনটেন্ট ও উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশনের স্বীকৃতি হিসেবে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার পেল ১৬টি অ্যাপ।আজ বৃহস্পতিবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ৮টি ক্যাটাগরিতে এই ১৬টি অ্যাপ পুরস্কার পেয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কারের এই দ্বিতীয় আয়োজনের সহযোগী ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড,গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলা ও জিডিজি সোনারগাঁও।পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।তিনি বলেন, এখন পৃথিবীতে ৫০ লাখের মতো মোবাইল অ্যাপ্লিকশন আছে।এর মধ্যে বাংলাদেশী অ্যাপ আছে সাড়ে তিন হাজারের মতো।নিজেদের বিরাট বাজারের চাহিদা মিটিয়ে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগটা নিতে হবে আমাদেরকে।এটার প্রস্তুতির জন্য আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর নতুন একটি প্রকল্প দিয়েছেন যেখানে আমরা ১০ হাজার অ্যাপ ও গেম ডেভেলপার তৈরি করব।বিশ্ববিদ্যালয়ে ৪০টি বিশেষায়িত ল্যাব তৈরি করব।এবং আমাদের বিশ্বাস এই বিনিয়োগ করে আগামী তিন থেকে চার বছরের মধ্যে অন্তত দুই হাজার কোটি টাকা আয় করবে বাংলাদেশিরা।অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন,বাংলাদেশ উন্নয়নের ধারায় বেশ কিছু মাইলফলক পূর্ণ করেছে।তার অনেকগুলোই তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে হয়েছে।আমাদের ডেভেলপাররা বিশেষ করে তরুণ প্রযুক্তিবিদদের হাত ধরেই এ উন্নয়ন অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার,সাহিত্যিক আনিসুল হক ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো.হারুনুর রশিদ৷উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি রাসেল টি আহমেদ,ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের কান্ট্রি এক্সপার্ট আশরাফ আবীর,জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান।অনুষ্ঠানটি সঞ্চালন করেন জিডিজি বাংলার প্রধান পরামর্শক মুনির হাসান।৩ মার্চ থেকে এই পুরস্কারে অংশগ্রহণের জন্য আহ্বান জনানো হয়।মূলত নতুন অ্যাপ বিশেষ করে তরুণদের করা ইনোভেটিভ প্রকল্প এতে আহ্বান জানানো হয়।৮টি ক্যাটাগরিতে সর্বমোট ২৯৭ টি অ্যাপ জমা পড়েছিল।তিন ধাপের বিচারকাজ শেষে ১৬টি সেরা অ্যাপ নির্বাচন করা হয়েছে৷জাতীয় পুরস্কার পাওয়া অ্যাপগুলো ওয়ার্ল্ড সামিট মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কারের গ্লোবাল প্রতিযোগিতার জন্য সরাসরি মনোনীত হবে।
পুরস্কার পেল যেসব অ্যাপ:-
গভর্নমেন্ট পার্টিসিপেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ব্যাট চেকার,রানার আপ প্রাইমারি স্কুল মনিটরিং।মিডিয়া ও নিউজে চ্যাম্পিয়ন ইয়োথ অপরচুনিটিস,রানার আপ হাউ আই ওয়ার্ক।এন্টারেটইনেমন্ট ও লাইফস্টাইলে চ্যাম্পিয়ন হিরোস অব সেভেন্টি ওয়ান ও রানার আপ ল্যান্ড নক।
লার্নিং অ্যান্ড এডুকেশনে চ্যাম্পিয়ন নিলিমার বায়োস্কোপ ও রানার আপ ব্রেইন ইকুয়েশন।এনভায়রনমেন্ট ও হেলথে চ্যাম্পিয়ন জলপাই ও রানার আপ বেবিটিকা।ট্যুরিজম ও কালচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নৌকা বাইচ, রানার আপ পথ দেখুন।ইনক্লুশন ও অ্যানভায়রনমেন্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন কলোরব রানার আপ ওটিজম বার্তা।বিজনেস অ্যান্ড কমার্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডেসকো,রানার আপ শপ আপ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.