

মোঃ জিহানুর রহমান চৌধুরী:-ঈদ উপলক্ষে চট্টগ্রামের সুবিধা বঞ্চিত শিশু,গরিব ও দুস্থদের মধ্যে নতুন বস্ত্র ও অর্থ বিতরণ করেছে ইউনিট অর্গানাইজেশন অফ চিটাগাং।শুক্রবার (১৬ জুন) সকালে নগরীর কাজীরদেউরীর নুর আহম্মদ রোডে সংগঠনের কার্যালয়ের সংগঠনের উপদেষ্টা, সদস্যদের উদ্যোগে এসব কাপড় বিতরণ করা হয়।ইউনিট অর্গানাইজেশন অফ চিটাগাং কার্যালয়ে গরিব ও দুস্থ প্রায় দেড় শতাধিক সুবিধা বঞ্চিত পথ শিশু,নারী ও পুরুদের হাতে শার্ট,পান্জাবী,শাড়ি-লুঙ্গি ও অর্থ তুলে দেন সংগঠনের উপদেষ্টা,বাংলাদেশ ন্যাশনস ওয়েলফেয়ার অর্গানাইজেশন সিনিয়র সহ-সভাপতি মিনহাজুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাপ্পু,সংগঠনের উপদেষ্টা,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী ছাত্র পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ,সংগঠনের সভাপতি মকসুদুর রহমান রিয়াদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইরফান।এই সময় ইউনিট অর্গানাইজেশন অফ চিটাগাং এর সদস্য মোহাম্মদ নুরুউদ্দীন,মোহাম্মদ সাজিদুল হক,মনিরুল ইসলাম,লিটন,হানিফ,ইফাত,মোহাম্মদ সাজ্জাত, মোহাম্মদ হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।