বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে: শ্রম প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০১৯ ৭:০৮ : পূর্বাহ্ণ 593 Views

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণের বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে। বর্তমান সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় এক সময়ের পরনির্ভর দেশ এখন সুখী-সমৃদ্ধ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। বিশ্ব মোড়লরা এখন এ দেশকে মডেল হিসাবে উপস্থাপন করে সমীহ করে। আর এ সকল কৃতিত্ব ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার।

সোমবার (৩ ডিসেম্বর) খুলনা মহানগরীর ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন খানজাহান আলী থানা আ.লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ.লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আ.লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম বন্দ, এম ডি এ বাবুল রানা, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল ইসলাম, শেখ মোঃ ফারুখ আহম্মেদ, দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, মহানগর কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল সিংহ রায় ও দৌলতপুর থানা আ.লীগের সভাপতি শেখ সৈয়দ আলী।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান। বিশেষ বক্তা হিসেবে ছিলেন থানা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!