সিএইচটি নিউজ ডেস্কঃ-দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি কোম্পানির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণকালে সাহায্য নিতে এসে পদদলিত হয়ে নিহতের ঘটনায় জড়িত থাকায় ওই ইস্পাত কোম্পানির ৪কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সাতকানিয়া থানায় কবির স্টিল রি রোলিং মিল কেএসআরএমের মালিক হাজী মো.শাহজাহানকে আসামী করে নিহতহাসিনা আক্তারের স্বামী মো. ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রফিকুল হোসেন বলেন,কেএসআরএমের ম্যানেজিং ডিরেক্টর হাজী মো.শাহজাহানের পক্ষ থেকে গত সোমবার সকালে নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়া ডেঙ্গা গ্রামে তার বাড়িতে ইফতার সামগ্রী বিতরণকালে প্রচন্ড চাপেও হিটস্টোকে ৯ জন মহিলা মারা যায়।এ ঘটনায় নিহত খাগরিয়ার বাসিন্দা হাসিনা আক্তারের স্বামী মো.ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কেএসআরএমের ম্যানেজিং ডিরেক্টর মো.শাহজাহানসহ অজ্ঞাত কয়েকজনের নামে ৩০৪ (ক) ধারার ৩৪ পেনাল কোডে ১টি মামলা দায়ের করেন।এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল ৫টায় পূর্ব গাটিয়া ডেঙ্গা এলাকাথেকে ছিদ্দিক আহম্মদ ছেলে মুরিদুল আলম প্রকাশ মুরাদ (২৭),জাকির হোসেনের ছেলে মোঃ ইদ্রিছ (২৬),আমিলাইষ গুনা পাড়া সোলায়মানের ছেলে হাবিব আহমদ সাহেদ (৩২) ও মাঃইদ্রিচের ছেলে আজগর আলী (২৮) গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা ওইদিনের যাকাত-ইফতার সামগ্রী বিতরনকালে সেখানে উপস্থিত থেকে মাঠে দায়িত্বপালনরত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বাদী মো.ইসলাম এজাহারে উল্লেখ করেন, কেএসআরএম এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান এবং তার বিভিন্ন পদের অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ইচ্ছাকৃত অবহেলা, অব্যবস্থাপনা এবং তাচ্ছিল্যপূর্ণ আয়োজনের কারনেই সোমবার সকাল সাড়ে ৮টা হতে ১০ টা পর্যন্ত বিভিন্ন সময়ে উক্ত মাঠে ঠাসাঠাসি, প্রচন্ড গরম অবস্থার মধ্যে বিতরন সামগ্রী আগে নেওয়ারইচ্ছায় সেখানে ঠেলা-ধাক্কার ঘটনা ঘটে। এতে তার স্ত্রী হাসিনা আক্তারসহ আরো ৮ মহিলা মারা যায়।