

সিএইচটি নিউজ ডেস্কঃ-সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ৬ষ্ঠ বর্ষে পর্দাপন অনুষ্ঠানে বক্তরা বলেন- সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ কেবল বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সীমাবদ্ধ নয় বরং পত্রিকাটি সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজ করছে।তারা বলেন-সমাজ বদলের চেতনাবোধ থেকেই সন্দ্বীপব্যাপি তারা প্রাথমিক স্তরে ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে পরিচালনা করছে মেধাবৃত্তি প্রতিযোগিতা (৫ম শ্রেণি) চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি) ও হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি)।তারা ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে পরিচালনা করছে মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবধর্ধনা প্রদান অনুষ্ঠান।সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- লরিয়েট কলেজের অধ্যক্ষ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সম্পাদক মুকতাদের আজাদ খান।সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় এনাম নাহার হাই স্কুল মোড় সংলগ্ন মোহাম্মদ মিয়া কমপ্লক্সের দ্বিতীয় তলায় আজ ১৮ জুন ২০১৮, সোমবার সকালে অনু্ষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) আবদুল হালিম,সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মাস্টার আবুল কাসেম শিল্পী,মগধরা স্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রধান সমন্বয়কারী ও মাসিক সন্দ্বীপ দর্পন সম্পাদক কারিমুল মাওলা লিটন,নাট্যাভিনেতা কামাল উদ্দীন তালুকদার, মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিষয়ের অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন সাইদ,আবুল কাসেম হায়দার মহিলা কলেজের অর্থনীতি বিষয়ের অধ্যাপক অমিত রায়,সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সহ-সম্পাদক ডা.মোজাম্মেল হোসেন,আমেনা হক সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম,সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরিচালানা কমিটির সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিদুয়ানুল বারী,সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েদ উল্লাহ,সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির সচিব মাস্টার মোশাররফ হোসাইন নূর,শিক্ষক সাংবাদিক সাইফুল ইসলাম ইনসাফ,নিজেরা করি’র সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান,সৃর্যের হাসির শাখা ব্যবস্হাপক আকবর হোসেন জাবেদ, কবি আবু নিশান মুকিত, সোনালী লাইফ ইন্সুরেন্স লি. সন্দ্বীপ শহর শাখার
ইনচার্জ মোবাররক হোসাইন, পতেঙ্গা থানা আওয়ামী যুবলীগ নেতা আবু জাফর সাইফুল প্রমুখ।সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-ভ্রাম্যমাণ প্রতিনিধি গোফরান উদ্দিন রানা,ঢাকা প্রতিনিধি তৈয়ব হোসাইন,সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদরাসা প্রতিনিধি ওসমান গাওহার,সাউথ সন্দ্বীপ প্রতিনিধি নজরুল নাঈম, সন্দ্বীপ সরকারি হাজী এ বি কলেজ প্রতিনিধি জাবেদ ওমর জয়,মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিনিধি মাহমুদুল হাসান,হারামিয়া ইউনিয়ন প্রতিনিধি আশ্রাফুল ফাহাদ, মগধরা ইউনিয়ন প্রতিনিধি শরিফ উদ্দীন,সারিকাইত ইউনিয়ন প্রতিনিধি নাঈম সোহাগ,সাউথ সন্দ্বীপ কলেজ প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।টেলিকনফারেন্সে অংশ নেন- সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল ও ব্যবস্থাপনা সম্পাদক মে: রেজাউল করিম।