৩২ হারানো মোবাইল উদ্ধার করলো ২ এপিবিএন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২৩ ১২:১৭ : পূর্বাহ্ণ 337 Views

৩২ টি হারানো মোবাইল ও ভূলে চলে যাওয়া বিকাশের এক লাখ পয়ষট্টি হাজার টাকা উদ্ধার করে মূল মালিকের কাছে ফিরিয়ে দিলো ২ এপিবিএন।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ২ এপিবিএন,মেঘলা,বান্দরবান কার্যালয়ে হারানো মোবাইল ও উদ্ধারকৃত টাকা মূল মালিকের কাছে হস্তান্তর করেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

২ এপিবিএন এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলায় ও থানায় হারানো মোবাইল ও ভূল একাউন্টে বিকাশের টাকা চলে যাওয়া সংক্রান্ত জিডি মূলে ২ এপিবিন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক নির্দেশনায় ইন্টেলিজেন্স উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মো.রবিউল করিম সিকদার এর তৎপরতায় এসব হারানো মোবাইল ও ভূলে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করা হয়।উদ্ধারের পর মোবাইল ও টাকা মূল মালিকের হাতে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করেন ২ এপিবিএন।

হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন,রিয়ার হেডকোয়ার্টার্স,মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ মো.শওকত আলী, ক্রাইম অ্যান্ড অপস্ শাখার ইনচার্জ এসআই (নিঃ) মাইকেল বনিক সহ ২ এপিবিএন এর উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

এ বিষয়ে ২ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন,নিয়মিত মাদক বিরোধী অভিযান,অবৈধ অস্ত্র উদ্ধার,সন্ত্রাস নির্মূলের পাশাপাশি আমাদের সাইবার ইন্টেলিজেন্স এর কার্যক্রম চলমান আছে।দেশের যে কোন জেলা ও উপজেলা এবং থানায় হারানো মোবাইল ও ভুলক্রমে বিকাশে চলে যাওয়া টাকা জিডি পুর্বক পরবর্তী সময়ে তা ফিরে পেতে সকলেই ২ এপিবিএন এর সাইবার ইন্টেলিজেন্স এর সহায়তা নিতে পারেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!