স্যাভক এর উদ্যোগে মাহে রমজানে গুরুত্বপূর্ণ ইভেন্ট শুরু হচ্ছে


প্রকাশের সময় :২৭ মে, ২০১৭ ১২:১৪ : পূর্বাহ্ণ 576 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রাম:-South Asian Voice For Children (SAVC)-স্যাভক এর উদ্যোগে মাহে রমজানে এক গুরুত্বপূর্ণ ইভেন্ট শুরু হচ্ছে।ঈদ সবার জন্যে অানন্দের বার্তা নিয়ে আসে তাই ঈদের আনন্দ উপভোগে সবার অংশ গ্রহণও থাকা চাই।কিন্তু বাংলাদেশের অার্থ-সামাজিক কাঠামোতে ঈদের অানন্দ সবার মাঝে সমান দ্যোতনা ছড়ায় না।বরং এক শ্রেণী মানুষের বঞ্চনা অারো বৃদ্ধি করে।এই ধরনের বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করা যেমন ধর্মীয় দায়িত্ব তেমনি সামাজিক দায়িত্বও।সমাজের সুবিধা বঞ্চিত অংশের সাথে ঈদের অানন্দ ভাগাভাগি করতে স্যাভক বদ্ধ পরিকর। তাই স্যাভক পরিবার পহেলা রমজান থেকে ২৫ই রমজান পর্যন্ত এক ইভেন্টের অায়োজন করেছে।ইভেন্টে থাকছে:-১। পহেলা রমজান থেকে ১৫ই রমযান পর্যন্ত স্যাভক পরিবার ২০০০ ( দুইল হাজার) সুবিধাবঞ্চিত শিশুর জন্য ঈদ সামগ্রী সংগ্রহ করবে।২।স্যাভক এর প্রত্যেক ভোলান্টিয়ার নিজের পক্ষ থেকে কমপক্ষে একজন পথশিশুর ঈদ সামগ্রী নিজ শাখার কনভেনরের বরাবর জমা দিবে।৩/১-৩০ রমযানের মধ্যে ২০০০ পথশিশুদের জন্য ইফতারের অায়োজন করবে।৪।২০শে রমযান থেকে ২৫শে রমযান পর্যন্ত ২০০০ (দু হাজার) পথশিশুকে ঈদ সামগ্রী বিতরণ করবে।স্যাভকের এই ইভেন্ট চলবে ২৫ ই রমজান পর্যন্ত।স্যাভক পরিবারে সকল সদস্যগণের অান্তরিক সহযোগিতায় এই ইভেন্ট কার্যক্রম চলবে।চাইলে অাপনারাও স্যাভক পরিবারের সাথে অংগ্রহণ করতে পারেন।অাপনার ঈদ অানন্দ ভাগাভাগি করতে পারেন সমাজের সুবিধা বঞ্চিত অংশের সাথে।স্যাভক এ অায়োজনে সকলের সহযোগিতা ও সমর্থন অাশা করে।অাশা করি স্যাভকের মহান উদ্যোগে অাপনারা শামিল হয়ে ঈদের অামেজ সবার মাঝে ছড়িয়ে দিবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!