জিহানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টার,চট্টগ্রামঃ-চট্রগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন,সড়ক,ব্রিজ-কালভার্ট,শিক্ষা ভবনসহ বিভিন্ন সরকারি উন্নয়ন কাজে কোন প্রকার অনিয়ম অস্বচ্ছতা সহ্য করা হবেনা।এলাকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন,প্রতিটি অনুমোদিত উন্নয়ন প্রকল্প কষ্টার্জিত।এসব প্রকল্প সমূহ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।তিনি আরো বলেন,জনস্বার্থে গৃহীত উন্নয়ন কাজে নানা চল চাতুরীর মাধ্যমে ফাঁকি দেয় তারা দেশ ও জাতির শত্রু।তিনি গতকাল ৬ এপ্রিল শুক্রবার ২০১৮ ইং বিকেল তিনটায় সাতকানিয়া রাস্তা মাথা থেকে-বাঁশখালী গুনাগরি পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেন।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ লিটন,দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল,উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জোবাইর,সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান,মোরশেদুল আলম নিবিল,স্থানীয় সাংসদের সহকারী সচিব শাহাদত হোসাইন শাহেদ,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।
বার্তা প্রেরক
অধ্যাপক শাব্বির আহমদ
প্রেস সচিব,মাননীয় সাংসদ