

মোঃএরশাদ অালম, লোহাগাড়াঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা’র লোহাগাড়া উপজেলা শাখা’র নতুন কমিঠি গঠনের প্রস্তুতি উপলক্ষে ১৪ই জুলাই (শুক্রবার) রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স সংলগ্ন চৌধুরী গেষ্ট হাউজে এক জরুরী সভা অনুষ্টিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহাদুর চৌধুরীর সভাপতিত্বে,প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস,এম,ছলিম উদ্দিন খোকন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অাবু সাঈদ চৌধুরী (টিটু),পদুয়ার ইউপি সদস্য সব্বির অাহমদ,ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোসলিম উদ্দিন,ছাত্রদল নেতা জয়,স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম উদ্দিন,মুক্তার,এহেছানুল হক,ওয়াহেদ,অারিফ,সাকিল, অাসিফ কায়েস,বাবুল,গিয়াস উদ্দীন,জসিম উদ্দিন, খানে অালম,বোরহান,ফারক,অারমান,জাহেদ, মন্জুর,মঈন উদ্দিন প্রমুখঃ