

চট্টগ্রাম অফিসঃ-চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা আদর্শ পাড়ায় আজ ৩রা এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০-৩০মিনিটে পুকুরের পানিতে ডুবে দু’জন ১৮মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুরা হলেন ঐ এলাকার মাওলানা মোহাম্মদ ইউনুচের কন্যা আজিফা (১৮ মাস) ও পূর্ব কলাউজান সেলিম উদ্দিনের কন্যা মারজুকা (১৮মাস)।নিহত শিশুরা হলেন আপন মামাতো বোন ও ফুফাতো বোন।জানাযায় পূর্ব কলাউজানের সেলিম উদ্দীনের শশুরবাড়ী পুটিবিলা আদর্শ পাড়ায়।গতকাল সেলিমের স্ত্রী হাফিজা বেগম তার কন্যাকে নিয়ে তার বাপের বাড়িতে বেড়াতে আসেন।আজ সকালে (মামাতো ফুফাতো বোন) শিশু দু’জনই হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়,বিষয়টি কারো চোখে পড়েনি।কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদেরকে অনেক খুঁজাখুজি করার পর তাদের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।তাৎক্ষণিক পরিবারের লোকজনের চিৎকার ও কাঁন্নাকাটিতে এলাকাবাসিরা এগিয়ে এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় দ্রুত উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকায় যেন অাকাশ বাতাস ভারী হয়ে শোকের ছায়া নেমে এসেছে।