সিএইচটি নিউজ ডেস্কঃ-মাদকের আখড়া নামে খ্যাত নগরের সদরঘাট থানার আইসফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে র্যাব ও মাদক বিক্রেতার মধ্যে ‘গুলি বিনিময়’ ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহত ওই দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে সেখানে অভিযানে গিয়েছিল তার বাহিনীর একটি দল।
র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, নগরের আইসফ্যাক্টরি রোডে টহল দেওয়ার সময় র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। পরে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে দুইজনের মরদেহ পাওয়া গেছে এবং বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর।নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে থাকতে দেখা গেছে। অন্য জনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও পড়ে ছিল।
ঘটনাস্থলে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যও পড়ে থাকতে দেখা গেছে।