রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে শুক্রবার টেকনাফে যাচ্ছেন প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি


প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০১৭ ৬:২৯ : পূর্বাহ্ণ 663 Views

এম মহিউদ্দীন চৌধুরী,(দক্ষিণ চট্টগ্রাম):-
আত্নমানবতার কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ,উন্নয়নের স্বপ্নদ্রষ্টা,সাতকানিয়া লোহাগাড়ার গণমানুষের জননন্দিত নেতা,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।মিয়ানমার হতে পালিয়ে আসা টেকনাফের বিভিন্ন স্হানে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অাগামী ১৫সেপ্টেম্বর রোজ শুক্রবার সকালে টেকনাফের উদ্দেশ্যে ত্রাণ বিতরণ করতে যাচ্ছেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ,উন্নয়নের স্বপ্নদ্রষ্টা,অান্তর্জাতিক এনজিও সংস্হা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজানুদ্দিন নদভী এমপি।তিনি নিজেই রোহিঙ্গাদের মাঝে ত্রাণ ও খাবার সামগ্রী বিতরণ করবেন বলে জানা গেছে।ইতিমধ্যে মাননীয় সাংসদ ড.নদভী এমপি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিপুল পরিমান ত্রাণ নিয়ে তুরস্কের মানবাধিকার কর্মীরা এখন বাংলাদেশে।টেকনাফে কুতুপালং-এ উক্ত ত্রাণ সামগ্রী পৌঁছে গেছে।সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.নদভী এমপি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে অন্ন তুলে দিয়ে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয় এবং বিরল দৃষ্টান্ত স্হাপন করলেন।সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা ও সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃবৃন্দরা উপস্হিত থাকবেন।আগামী ১৫সেপ্টেম্বর রোজ শুক্রবার সকালে অংশগ্রহণকারী সকল চেয়ারম্যান ও নেতাকর্মীদেরকে উপস্হিত থাকার জন্য অনুরুধ জানিয়েছেন সাংসদ ড.নদভী এমপির একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!