

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় পাহাড় ধসে নিখোঁজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী মুন্নী বডুয়ার লাশ চট্টগ্রামের বাঁশখালীর চানপুর এলাকার সাঙ্গু নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলমগির জানান,লাশটি মুন্নী বড়ুয়ার বলে সনাক্ত করেছে তার পরিবার।ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মুন্নী বড়ুয়ার ভাই ছোটন বড়ুয়া জানান,লাশ গ্রহণের জন্যে তারা চমেকের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।রোববার সকাল ১০ টার দিকে রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় পাহাড় ধসে কমপক্ষে ৫ জন নিখোঁজ হয়।এদের মধ্যে রুমা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মী মুন্নী বড়ুয়াও রয়েছে।এখনো নিখোঁজ রয়েছে ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দি,পোস্ট মাস্টার জবিউল আলম, স্কুলছাত্রী চিংমেচিং মারমা।নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী দমকল বাহিনীসহ স্থানীয়রা অভিযান পরিচালনা করেছে।